ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০২
নামাযের অধ্যায়
এক রাকআতে একাধিক সূরা একত্র করা
(৬০২) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাকীক বলেন, আমি আয়িশা রা.কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি একাধিক সূরা একত্র করতেন? তিনি বলেন, মুফাসসাল সূরাগুলোর মধ্য থেকে (একাধিক সূরা একত্র করতেন) ।
كتاب الصلاة
عن عبد الله بن شقيق قال: سألت عائشة رضي الله عنها هل كان رسول الله صلى الله عليه وسلم يقرن بين السور؟ قالت من المفصل
tahqiqতাহকীক:তাহকীক চলমান