ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯৬
সফরের সালাতে কুরআন পাঠ
(৫৯৬) বারা’ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক সফরে ছিলেন । তখন তিনি ইশার সালাতের এক রাকআতে সূরা তীন পাঠ করেন।
عن البراء رضي الله عنه قال: إن النبي صلى الله عليه وسلم كان في سفر فقرأ في العشاء في إحدى الركعتين بالتين والزيتون
