ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৫
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনের ফজরের সালাতে 'আলিফ লাম মীম তানযীল আস-সাজদা' বা সূরা সাজদা ও ‘হাল আতা আলাল ইনসান' বা সূরা দাহর২ পাঠ করতেন।
عن أبي هريرة رضي الله عنه: كان النبي صلى الله عليه وسلم صلاة الفجر يوم الجمعة (الم تنزيل السجدة) و(هل أتى على الإنسان)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৫৯৫ | মুসলিম বাংলা