ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৯৩
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯৩) আবু বারযা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে ৬০ আয়াত থেকে ১০০ আয়াত পাঠ করতেন।
عن أبي برزة الأسلمي رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الفجر ما بين الستين إلى المائة آية
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৯৩ | মুসলিম বাংলা