ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯২
ফজরের সালাতে কুরআন পাঠ
(৫৯২) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে সূরা কাফ** পাঠ করতেন । এরপরও তাঁর সালাত হালকা বা সংক্ষিপ্ত হত।
عن جابر بن سمرة رضي الله عنه قال: إن النبي صلى الله عليه وسلم كان يقرأ في الفجر بق والقرآن المجيد وكان صلاته بعد تخفيفا
