ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯০
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৯০) আব্দুল্লাহ ইবনুল হারিস ইবন আব্দুল মুত্তালিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ আমাদেরকে যে সালাত পড়ান তা হল মাগরিবের সালাত। তিনি সেই মাগরিবের সালাতের প্রথম রাকআতে ‘সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা' বা সূরা আল-আ'লা এবং দ্বিতীয় রাকআতে ‘কুল ইয়া আইউহাল কাফিরূন' বা সূরা কাফিরূন পাঠ করেন ।
عن عبد الله بن الحارث بن عبد المطلب رضي الله عنه قال: آخر صلاة صلاها بنا رسول الله صلى الله عليه وسلم المغرب فقرأ في الركعة الأولى سبح اسم ربك الأعلى وفي الثانية قل يا أيها الكافرون
