ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮৯
নামাযের অধ্যায়
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৯) আব্দুল্লাহ ইবন ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবে ‘ওয়াত তীন ওয়ায যাইতূন' পাঠ করেন।
كتاب الصلاة
عن عبد الله بن يزيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قرأ في المغرب والتين والزيتون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৮৯ | মুসলিম বাংলা