ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮৭
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৭) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাগরিব ও ইশার সালাতে ‘ওয়াল লাইলি ইযা ইয়াগশা (সূরা আল-লাইল) ও সূরা দুহা** পাঠ করতেন ।
عن بريدة رضي الله عنه مرفوعا: كان يقرأ في المغرب العشاء (والليل إذا يغشى) والضحى
tahqiqতাহকীক:তাহকীক চলমান