ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৬১
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬১) একজন আনসারি সাহাবি রা. বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে ১০০ বার বললেন, আল্লাহুম্মাগফিরলী, ওয়া তুব আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফূর’ । অর্থাৎ ‘হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন । নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী ও ক্ষমাকারী’।
عن رجل من الأنصار: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في دبر الصلاة: اللهم اغفر لي وتب علي إنك أنت التواب الغفور مائة مرة
