ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৬০
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৬০) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফজরের সালাত আদায় করতেন, তখন সালামের পরে বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলকৃত কর্ম'।
عن أم سلمة رضي الله عنها رفعته يقول إذا صلى الصبح حين يسلم: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا
