আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮০২
৩০৭২. টুপির বর্ণনা।
মুসাদ্দাদ (রাহঃ) আমাকে বলেছেন যে, মু’তামির বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, তিনি আনাস (রাযিঃ) এর মাথায় হলুদ রেশমী টুপি দেখেছেন।
মুসাদ্দাদ (রাহঃ) আমাকে বলেছেন যে, মু’তামির বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, তিনি আনাস (রাযিঃ) এর মাথায় হলুদ রেশমী টুপি দেখেছেন।
৫৩৮৭। ইসমাঈল (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! মুহরিম ব্যক্তি কি কি পোশাক পরবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা (ইহরাম অবস্থায়) জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে কেবল মোজা পরতে পারবে, কিন্তু উভয় মোজা টাখনুর নীচ থেকে কেটে ফেলবে। আর যাফরান ও ওয়ারস রং লেগেছে, এমন কাপড় পরবে না।
