আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮০১
৩০৭১. কাবা ও রেশমী ফাররূজ, আর তাও এক প্রকার কাবাই ধরা হয়, এও বলা হয়, (ফাররূজ হলো,) যে জামার পিছনের দিকে ফাঁকা থাকে।
৫৩৮৬। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) কে একটি রেশমী কাবা হাদিয়া দেওয়া হয়। তিনি তা পরিধান করেন এবং তা পরে নামায আদায় করেন। নামায শেষে তিনি তা খুব জোরে টেনে খুলে ফেললেন, যেন এটি তিনি অপছন্দ করছেন। এরপর বললেনঃ মুত্তাকীদের জন্য এটা শোভনীয় নয়। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, লাঈস থেকে অনুরূপ বর্ণনা করেছেন। অন্যরা বলেছেন, ‘ফাররুজ হারীর’ হলো রেশমী কাপড়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৩৮৬ | মুসলিম বাংলা