ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩৭
সালাতের পরে যিকির আযকার
(৫৩৭) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ফরয সালাতের শেষে বলতেন, ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই । এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা প্রদান করেন তা নিষেধ করার কেউ নেই। এবং আপনি যা নিষেধ করেন তা প্রদান করার কেউ নেই। এবং কোনো সম্পদশালীর সম্পদ আপনার মর্যির বাইরে কোনো উপকারে লাগে না।
عن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন