ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫২৮
রাসূলুল্লাহ (ﷺ) এর উপর সালাত (দরূদ)
(৫২৮) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে তাশাহহুদ পড়বে তখন সে বলবে, 'হে আল্লাহ আপনি সালাত প্রদান করুন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিজন-বংশধরের উপর, এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিজন-বংশধরের উপর, এবং আপনি রহমত করুন মুহাম্মাদকে এবং মুহাম্মাদের পরিজন-বংশধরকে, যেমন আপনি সালাত প্রদান করেছেন, বরকত প্রদান করেছেন এবং রহমত প্রদান করেছেন ইবরাহীমের উপর, নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহামর্যাদাময় ।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: إذا تشهد أحدكم في الصلاة فليقل: اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد وارحم محمدا وآل محمد كما صليت وباركت وترحمت على إبراهيم إنك حميد مجيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫২৮ | মুসলিম বাংলা