ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫২৭
রাসূলুল্লাহ (ﷺ) এর উপর সালাত (দরূদ)
(৫২৭) কা'ব বিন উজরা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনাদের উপর, আহলে বাইতের উপর কীভাবে সালাত (দরূদ) পাঠ করব? আল্লাহ তো আমাদেরকে আপনাদের উপর সালাম প্রদান শিখিয়ে দিয়েছেন। তখন তিনি বললেন, তোমরা বলবে, 'হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর ও মুহাম্মাদের পরিজনের উপর সালাত প্রেরণ করুন, যেমন আপনি সালাত প্রেরণ করেছেন ইবরাহীমের উপর ও ইবরাহীমের পরিজনের উপর, নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের উপরে এবং ইবরাহীমের পরিজনের উপরে । নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত।
عن كعب بن عجرة رضي الله عنه قال: سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت فإنّ الله قد علمنا كيف نسلم عليكم؟ قال قولوا: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫২৭ | মুসলিম বাংলা