ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫১৭
উঠার সময় হাতের উপর নির্ভর না করা
(৫১৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, কেউ সালাতের মধ্যে উঠার সময় হাতের উপর ভর দিবে।
عن ابن عمر رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن يعتمد الرجل على يديه إذا نهض في الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫১৭ | মুসলিম বাংলা