ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫১৬
দ্বিতীয় রাকআতে আলহামদু...' বলে কুরআন পাঠ শুরু করা
(৫১৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন দ্বিতীয় রাকআতে উঠে দাঁড়াতেন তখন 'আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন' বলে শুরু করতেন এবং তিনি (কুরআন পাঠ শুরুর আগে) চুপ করে থাকতেন না।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا نهض في الثانية استفتح بالحمد لله رب العالمين ولم يسكت
