ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৯৯
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৯) ইবন উমার রা.কে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে মহিলাগন কীভাবে সালাত আদায় করতেন? তিনি বলেন, তারা চারজানু হয়ে বসতেন। এরপর তাদেরকে পুতে বসতে নির্দেশ দেওয়া হয় ।
عن ابن عمر رضي الله عنهما أنه سئل كيف كن النساء يصلين على عهد رسول الله صلى الله عليه وسلم؟ كن يتربعن ثم أمرن أن يحتفزن
হাদীসের ব্যাখ্যা:
তাবিয়ি ইবরাহীম নাখয়ি বর্ণনা করেছেন, মহিলাদেরকে সালাতের মধ্যে চারজানু হয়ে বসতে নির্দেশ দেওয়া হত। তাবিয়ি নাফি’ বলেন, উম্মুল মুমিনীন হাফসা রা. চারজানু হয়ে সালাতে বসতেন। তাবিয়ি মাকহুল বলেন, উম্মু দারদা রা. সালাতের মধ্যে পুরুষদের মতো বসতেন। তাবিয়ি ইবরাহীম নাখায় বলেন, স্ত্রীলোক পুরুষদের মতোই বসবে। অন্য বর্ণনায় তিনি বলেন, স্ত্রীলোক একপার্শ্বের উপর বসবে। তাবিয়ি কাতাদাহ বলেন, যেভাবে বসলে তার সুবিধা হয় সেভাবেই বসবে। মুসান্নাফ ইবন আবী শাইবা ১/২৪২-২৪৩। (অনুবাদক)
