ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯৮
মেয়েদের সাজদার পদ্ধতি
(৪৯৮) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, যখন স্ত্রীলোক সালাতের মধ্যে বসবে তখন সে তার এক উরুকে অন্য উরুর উপর রাখবে। এবং যখন সাজদা করবে তখন তার পেটকে উরুর সাথে মিলিয়ে দেবে। যেন তার জন্য সবচেয়ে বেশী আড়াল হয়।
عن ابن عمر رضي الله عنه مرفوعاً: إذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الأخرى وإذا سجدت ألصقت بطنها في فخذيها كأستر ما يكون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৯৮ | মুসলিম বাংলা