ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৮৫
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৫) বারা’ রা. বলেন, সালাতের মধ্যে (কিরাআতের জন্য) দাঁড়ানো এবং (তাশাহহুদের জন্য) বসা ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) এর রুকু, সাজদা, দুই সাজদার মধ্যবর্তী বৈঠক এবং রুকুর পরে দাঁড়ানো- এগুলো সব প্রায় সমান ছিল ( সমান সময় লাগত)।
عن البراء رضي الله عنه قال: كان ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وبين السجدتين وإذا رفع رأسه من الركوع ما خلا القيام والقعود قريبا من السواء

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ র.-এর আমল ছিলো রুকু থেকে উঠে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে তারপরে সিজদা করা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭, ৫০৫)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন