ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮৪
রুকুর পদ্ধতি
(৪৮৪) আবু সায়ীদ খুদরি থেকে বর্ণিত, সম্ভবত তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করবে তখন যেন সে পিঠ থেকে মাথা বেশী না ঝুঁকায়, যেমন গাধা মাথা ঝুঁকায়। বরং সে যেন তার পিঠ পূর্ণ সোজা ও সমান্তরাল রাখে।
عن أبي سعيد رضي الله عنه قال أراه رفعه: إذا ركع أحدكم فلا يذبح كما يذبح الحمار ولكن ليقم صلبه
