ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭২
নামাযের অধ্যায়
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭২) তাবিয়ি আসিম ইবন কুলাইব তার পিতা থেকে বলেন, আলী রা. সালাতের প্রথম তাকবীরে তার দুইহাত উঠাতেন এরপর তিনি আর উঠাতেন না।
كتاب الصلاة
عن عاصم بن كليب عن أبيه: أن عليا رضي الله عنه كان يرفع يديه في أول تكبيرة من الصلاة ثم لا يرفع بعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান