ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪২৩
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২৩) ওয়ায়িল ইবন হুজর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, হে ওয়ায়িল ইবন হুজর, তুমি যখন সালাত আদায় করবে তখন তোমার দুইহাত তোমার দুইকানের সমান্তরালে রাখবে। আর মহিলা তার দুইহাত তার দুইস্তনের সমান্তরালে রাখবে।
عن وائل بن حجر رضي الله عنه رفعه: يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك والمرأة تجعل يديها حذاء ثدييها
