ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪২২
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২২) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেন যে, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন তাঁর দুইহাত এমনভাবে উঠাতেন যে, হাত দুইটি কাঁধের সমান্তরালে থাকত এবং তাঁর দুই বৃদ্ধাঙ্গুলি দুই কানের সমান্তরালে থাকত । অতঃপর তিনি আল্লাহু আকবার বলতেন।
عن وائل بن حجر رضي الله عنه أنه أبصر النبي صلى الله عليه وسلم حين قام إلى الصلاة رفع يديه حتى كانتا بحيال منكبيه و حاذى بإبهاميه أذنيه ثم كبر
