ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮২
মহল্লার আযানই যথেষ্ট
(৩৮২) তাবিয়ি আসওয়াদ ও আলকামা বলেন, আমরা দুইজন আব্দুল্লাহ ইবন মাসউদের বাড়িতে উপস্থিত হই। তিনি বলেন, এরা কি তোমাদের পিছে (জামাআতে) সালাত আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, উঠো এবং সালাত আদায় করো। তিনি আযান ও ইকামতের কোনো নির্দেশ প্রদান করলেন না।
عن الأسود وعلقمة قال: أتينا عبد الله في داره فقال: أصلى هؤلاء خلفكم؟ قلنا: لا، قال: فقوموا فصلوا فلم يأمر بأذان ولا إقامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৮২ | মুসলিম বাংলা