ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৭৭
আযান প্রদানকারীর ইকামত দেওয়া মুসতাহাব
(৩৭৭) আব্দুল্লাহ ইবন যাইদ রা. থেকে তার আযান বিষয়ক স্বপ্ন ও আযান শুরুর এক বর্ণনায় তিনি বলেন, বিলালের আযানের পরে আমি বললাম, আমিই আযান স্বপ্নে দেখেছি এবং আমি আযান দেওয়ার ইচ্ছা করি । তখন তিনি বলেন, তাহলে তুমি ইকামত দাও।
عن عبد الله بن زيد رضي الله عنه (في قصة رؤيته الأذان): فأذن بلال فقال عبد الله: أنا رأيته وأنا كنت أريده قال: فأقم أنت
