ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭৬
আযান প্রদানকারীর ইকামত দেওয়া মুসতাহাব
(৩৭৬) যিয়াদ ইবন হারিস সুদায়ি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে আযান দিবে সেই ইকামত দিবে।
عن زياد بن الحارث الصدائي رضي الله عنه مرفوعا: من أذن فهو يقيم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৭৬ | মুসলিম বাংলা