ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭৪
প্রলম্বিত করে আযান দেওয়া ও দ্রুত ইকামত দেওয়া
(৩৭৪) বাইতুল মাকদিসের মুয়াযযিন আবু যুবাইর বলেন, উমার ইবনুল খাত্তাব রা. আমাদের নিকট আগমন করেন। তখন তিনি বলেন, তুমি যখন আযান দেবে তখন টেনে টেনে প্রলম্বিত করবে। আর যখন ইকামত দিবে তখন দ্রুত বাক্যগুলো বলবে।
عن أبي الزبير مؤذن بيت المقدس قال: جاءنا عمر بن الخطاب فقال: إذا أذنت فترسل وإذا أقمت فاحذم

হাদীসের ব্যাখ্যা:

অনুরূপ হাদীস দারাকুতনি ও তাবারানি আলী রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ হিসাবে সঙ্কলিত করেছেন। হাদীসটির সনদ অত্যন্ত দুর্বল। তিরমিযি অনুরূপ হাদীস জাবির রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ হিসাবে সঙ্কলিত করেছেন। তিরমিযি হাদীসটির সনদ দুর্বল বলে উল্লেখ করেছেন । এই অর্থে একটি হাদীস বাইহাকি সঙ্কলিত করেছেন আবু হুরাইরা থেকে তার নিজের মতামত হিসাবে । বাইহাকি বলেছেন, হাদীসটি পরিচিত নয় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান