ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭৩
পবিত্রতা সহকারে দাঁড়িয়ে আযান দেওয়া
(৩৭৩) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, ওযুহীন অবস্থায় আযান দেওয়াতে কোনো অসুবিধা নেই।
عن إبراهيم أنه قال: لا بأس أن يؤذن على غير وضوء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৭৩ | মুসলিম বাংলা