ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২৮
বিতরের সময়
(৩২৮) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শেষ রাত্রে উঠতে পারবে না বলে ভয় পায় সে যেন প্রথম রাতে বিতর আদায় করে নেয়। আর যে ব্যক্তির আশা আছে যে, শেষ রাত্রে উঠতে পারবে সে যেন শেষ রাত্রে বিতর আদায় করে। কারণ শেষ রাতের সালাতে ফিরিশতাগণ উপস্থিত থাকেন এবং শেষ রাতের বিতরই উত্তম।
عن جابر رضي الله عنه مرفوعا: من خاف أن لا يقوم من آخر الليل فليوتر أوله ومن طمع أن يقوم آخره فليوتر آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩২৮ | মুসলিম বাংলা