ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৯
সালাতের ওয়াক্তসমূহের বিবরণ
(২৯৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একরাতে রাতের সাধারণ অংশ অতিবাহিত হলে ইশার সালাত আদায় করলেন, এমনকি মসজিদের মানুষেরা ঘুমিয়ে পড়েছিল। এরপর তিনি বেরিয়ে সালাত আদায় করেন । অতঃপর তিনি বলেন, এই হল ইশার সময়।
عن عائشة رضي الله عنها قالت: أعتم النبي صلى الله عليه وسلم ذات ليلة حتى ذهب عامة الليل وحتى نام أهل المسجد ثم خرج فصلى فقال: إنه لوقتها
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৯৯ | মুসলিম বাংলা