ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯৮
সালাতের ওয়াক্তসমূহের বিবরণ
(২৯৮) জাবির রা. দীর্ঘ হাদীস বর্ণনার মধ্যে বলেন, এরপর দিবসের শুভ্রতা যা হচ্ছে ‘শাফাক’ তা তিরোহিত হলে বিলাল ইশার আযান প্রদান করলেন ।
عن جابر رضي الله عنه وساق الحديث وفيه: ثم أذن للعشاء حين أذهب بياض النهار وهو الشفق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৯৮ | মুসলিম বাংলা