ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৮৯
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত সালাতের অত্যাবশ্যকীয়তা
(২৮৯) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাঁর বান্দাগণের উপর পাঁচ সালাত ফরয করেছেন।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا: إفترض الله على عباده خمس صلوات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৮৯ | মুসলিম বাংলা