ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৮৮
পাঁচ ওয়াক্ত সালাতের অত্যাবশ্যকীয়তা
(২৮৮) আনাস রা. বলেন, ইসরার (মি'রাজের) রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর পঞ্চাশ (ওয়াক্ত) সালাত ফরয করা হয়। অতঃপর তা কমানো হয় এবং শেষ পর্যন্ত পাঁচ (ওয়াক্ত) করা হয়। এরপর ঘোষণা দেওয়া হয়, হে মুহাম্মাদ, আমার নিকট কথা পরিবর্তিত হয় না। আপনার জন্য এই পাঁচের বিনিময়ে পঞ্চাশ।
عن أنس بن مالك رضي الله عنه قال: فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات خمسين ثم نقصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس خمسين
