আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬৩
৩৭০। মাগরিবকে ইশা বলা যিনি পছন্দ করেন না।
৫৩৬। আবু মা’মার আব্দুল্লাহ ইবনে আমর (রাহঃ) ..... আব্দুল্লাহ মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ বেদুঈনরা মাগরিবের নামাযের নামের ব্যাপারে তোমাদের উপর যেন প্রভাব বিস্তার না করে।
রাবী [আব্দুল্লাহ মুযানী (রাযিঃ)] বলেন, বেদুঈনরা মাগরিবকে ইশা বলে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন