ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৮৬
মলমূত্র ত্যাগের পরে কী বলতে হবে
(২৮৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন শৌচাগার বা মলমূত্র ত্যাগের স্থান থেকে বের হতেন তখন বলতেন, غفرانك [গুফরানাকা] আপনার ক্ষমা প্রার্থনা করছি'।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال: غفرانك

হাদীসের ব্যাখ্যা:

বাথরুম থেকে বের হওয়ার দু‘আ কোন হাদীসে শুধু غُفْرَانَكَ বর্ণিত হয়েছে। আবার কোন হাদীসে الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي বর্ণিত হয়েছে। উভয় হাদীসের উপর একত্রে আমল করতে দুআটি এভাবে পড়তে হয় -غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৪৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৮৬ | মুসলিম বাংলা