ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৩২
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩২) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ঋতুবতী স্ত্রীর সাথে যৌনমিলন ছাড়া সবকিছুই করবে।
عن أنس رضي الله عنه مرفوعا: إصنعوا كل شيء إلا النكاح

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীসের অর্থ হল, যৌনমিলন ও এতে নিপতিত করতে পারে এরূপ কর্ম পরিত্যাগ করতে হবে। এই অর্থে এই হাদীটিও উপরের হাদীসগুলোর সমার্থক । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩২ | মুসলিম বাংলা