ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৩১
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩১) উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করি, স্বামীর জন্য ঋতুবতী স্ত্রীর কী পরিমাণ সাহচর্য বৈধ? তিনি বলেন, ইযার বা নিম্নাঙ্গে পরিহিত খোলা সেলাইবিহীন লুঙ্গির উপরে যা কিছু সবই বৈধ।
عن عمر رضي الله عنه: سألت رسول الله صلى الله عليه وسلم ما يحل للرجل من امرأته وهي حائض؟ قال فقال ما فوق الإزار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩১ | মুসলিম বাংলা