ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩০
ঋতুবতী স্ত্রীর সাহচর্য
(২৩০) আয়িশা রা. বলেন, আমার ঋতুবতী থাকা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইযার বা খোলা লুঙ্গি পরিধান করতে নির্দেশ দিতেন। এরপর তিনি আমার সাথে সম্মিলিত হতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يأمرني فأتزر فيباشرني وأنا حائض
