ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২২৯
সন্তান প্রসবোত্তর রক্তস্রাবের সর্বোচ্চ সময় ও এ সময়ে পরিত্যক্ত সালাত কাযা না করার বিধান
(২২৯) উম্মু সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সন্তান প্রসবোত্তর রক্তস্রাবের জন্য একজন মহিলা ৪০ দিন অপেক্ষা করতেন। এসময়ে আমরা মুখের অসুস্থতাজনিত লালচে দাগ কাটানোর জন্য মুখে ওয়ারাস গাছের পাতার রস মাখতাম।
عن أم سلمة رضي الله عنها قالت: كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم أربعين يوما فكنا نطلي وجوهنا بالورس من الكلف... لا يأمرها النبي صلى الله عليه وسلم بقضاء صلاة النفاس

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি তিরমিযি, ইবন মাজাহ ও আবু দাউদ সঙ্কলিত করেছেন । আবু দাউদের একটি বর্ণনায় উম্মু সালামাহ আরো বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সন্তান প্রসবোত্তর রক্তস্রাব চলাকালীন সময়ের সালাত কাযা করতে নির্দেশ দিতেন না। হাকিম আবু দাউদের বর্ণনার এই অতিরিক্ত অংশটুকুসহ হাদীসটিকে সঙ্কলিত করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৯ | মুসলিম বাংলা