ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২২৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ঋতুবতী মহিলা সালাত ও সিয়াম বর্জন করবেন। সিয়াম কাযা করবেন, সালাত কাযা করবেন না
(২২৫) আয়িশা রা. বলেন, আমাদের ঋতুস্রাব হলে আমাদের সিয়াম কাযা করার নির্দেশ প্রদান করা হত, কিন্তু সালাত কাযা করার নির্দেশ দেওয়া হত না।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: كان يصيبنا ذلك تعني الحيض فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)