ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২২৪
ঋতুবতী মহিলা সালাত ও সিয়াম বর্জন করবেন। সিয়াম কাযা করবেন, সালাত কাযা করবেন না
(২২৪) আবু সায়ীদ খুদরি রা. বর্ণিত এক হাদীসে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের বিষয়ে বলেন, একজন নারী ঋতুবতী হলে তিনি সালাত ও সিয়াম আদায় করেন না।
عن أبي سعيد الخدري رضي الله عنه في حديث له مرفوعا: أليس إذا حاضت لم تصل ولم تصم
