ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৩
অসুস্থ ব্যক্তি ক্ষতির ভয় থাকলে তায়াম্মুম করবে
(২১৩) ইবন আব্বাস রা. কুরআন কারীমে তায়াম্মুমের আয়াতে আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক এই কথার ব্যাখ্যায় বলেন, যদি কোনো মানুষের দেহে আল্লাহর রাস্তায় আঘাত থাকে, অথবা ঘা বা বসন্ত থাকে এবং এই অবস্থায় সে নাপাক হয়ে যায়, আর ভয় পায় যে, গোসল করলে তার মৃত্যু হতে পারে, তাহলে সে তায়াম্মুম করবে।
عن ابن عباس رضي الله عنه في قوله: وإن كنتم مرضى أو على سفر قال: إذا كانت بالرجل الجراحة في سبيل الله أو القروح أو الجدري فيجنب فيخاف أن يموت إن اغتسل يتيمم
হাদীসের ব্যাখ্যা:
তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। সূরা: [৪] নিসা, আয়াত: ৪৩।
