ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পট্টি বা ব্যান্ডেজের উপর মাসাহ করা
(২১৪) আলী রা. বলেন, আমার এক হাতের কব্জির হাড় ভেঙ্গে যায় । আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করি। তিনি আমাকে ব্যান্ডেজের উপরে মাসাহ করতে নির্দেশ দেন।
كتاب الطهارة
عن علي قال: انكسرت إحدى زندي فسألت رسول الله صلى الله عليه وسلم فأمرني أن أمسح على الجبائر.
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি আব্দুর রাযযাক, ইবনুস সুন্নি ও আবু নুআইম হাসান সনদে সঙ্কলিত করেছেন)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৬২৩; আবু নুআইম, আত তিব্বুন নাবাবি, হাদীস-৪১২]
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি ইবন মাজাহও (১/২১৫, হাদীস-৬৫৭) সঙ্কলিত করেছেন। গ্রন্থকার হাদীসটির সনদ হাসান বলে উল্লেখ করেছেন। কিন্তু মুহাদ্দিসগণ সকলেই হাদীসটি অত্যন্ত যয়ীফ বলে উল্লেখ করেছেন । হাদীসটির একমাত্র বর্ণনাকারী আমর ইবন খালিদ মিথ্যা হাদীস জালিয়াতি করতেন বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। বুখারি, আহমাদ, ইবন মায়ীন, ওয়াকি', হাকিম, দারাকুতনি, বাইহাকি, যাহাবি, ইবন হাজার, বুসীরি প্রমুখ সকল মুহাদ্দিস বিষয়টি উল্লেখ করেছেন। (মিসবাহ্য যুজাজাহ যাওয়ায়িদ ইবনি মাজাহ ১/৮৪, সুনানুল বাইহাকি আল-কুবরা ১/২২৮, সুনান দারাকুতনি ১/২২৬...)।