ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮২
মুশরিকের পাত্রের পানি দিয়ে ওযু করা
(১৮২) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবিগণ একজন মুশরিক মহিলার পাত্রের পানি দিয়ে ওযু করেন। (বুখারি ও মুসলিমের একটি দীর্ঘ হাদীস থেকে মর্মটি গৃহীত ।
عن عمران بن حصين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأصحابه توضؤوا من مزادة امرأة مشركة.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮২ | মুসলিম বাংলা