ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭৯
বিড়ালের ঝুটা
(১৭৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো পাত্রে বিড়াল মুখ দেয় বা পান করে তাহলে তার পবিত্রতা হল একবার বা দুইবার তা ধৌত করা।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: طهور الإناء إذا ولغ فيه المر أن يغسل مرة أو مرتين... غسل مرة.

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি তাহাবি সঙ্কলন করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন । তিরমিযিও হাদীসটি সঙ্কলন করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন । তার বর্ণনায় বলা হয়েছে, ‘একবার ধৌত করা'। দারাকুতনি হাদীসটি আবু হুরাইরার কথা ও মত হিসাবে সঙ্কলন করেছেন। তার বর্ণনায় আবু হুরাইরা রা. বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে পাত্রের পানি ঢেলে ফেলে দিবে এবং পাত্রটি একবার ধোবে। [সুনান তিরমিযি, হাদীস-৯১; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৫১]
গ্রন্থকার বলেন, এ সকল হাদীসের নির্দেশ সম্ভবত পরিচ্ছন্নতা ও উত্তম পর্যায়ের এবং স্বভাবজাত ঘৃণা বা বিরক্তি থেকে মুক্ত হওয়ার জন্য । কারণ বিড়ালের ঝুটা নাপাক নয় বলে অন্য হাদীসে উল্লেখ করা হয়েছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৯ | মুসলিম বাংলা