ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮০
বিড়ালের ঝুটা
(১৮০) কাবশাহ বিনতু কা'ব ইবন মালিক রা. আবু কাতাদাহ রা. থেকে বিড়ালের বিষয়ে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল অপবিত্র নয়। বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে (পারিবারিক সদস্যদের মতোই)।
عن كبشة بنت كعب بن مالك عن أبي قتادة رضي الله عنه في هرة: إن رسول الله صلى الله عليه وسلم قال: إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أو الطوافات .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮০ | মুসলিম বাংলা