ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৩৮
মহিলার চুলের বেণি খোলা
(১৩৮) আয়িশা রা. বলেন, তিনি বিদায় হজ্জের সময় হায়িয থেকে পবিত্র হলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেন, তুমি তোমার চুল খুলবে এবং আঁচড়াবে। (বুখারি)।
عن عائشة رضي الله عنها مرفوعا: أنقضي رأسك وامتشطي

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীসে চুল খোলার ও আঁচড়ানোর নির্দেশ সম্ভবত মুসতাহাব হিসাবে। আল্লাহই ভালো জানেন
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৮ | মুসলিম বাংলা