ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৫
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৫) আবু হুরাইরা রা. থেকে তার নিজের মত (মাউকুফ হাদীস) হিসাবে অনুরূপ কথা বর্ণিত হয়েছে, যে হাদীসে তিনি আরো বলেন, গুটিয়ে বসে যে ব্যক্তি ঘুমায় এবং দাঁড়িয়ে যে ব্যক্তি ঘুমায় তাকেও ওযু করতে হবে না...; যদি সে শয়ন করে তাহলে তাকে ওযু করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه موقوفا نحوه وزاد فيه: ليس على المحتبي النائم ولا على القائم النائم... فإذا اضطجع توضاً.
