ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৪
মল-মূত্র ত্যাগ ও ঘুম ওযু বিনষ্ট করে
(১১৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সাজদারত অবস্থায় ঘুমিয়ে পড়বে তাকে ওযু করতে হবে না, যতক্ষণ না সে শয়ন করবে। কারণ শয়ন করলে দেহের পেশিসমূহে ঢিল পড়ে (ফলে বায়ু নির্গত হতে পারে)।
عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ليس على من نام ساجدا وضوء حتى يضطجع فإنه إذا اضطجع
استرخت مفاصله.
استرخت مفاصله.
